• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ল্যাটিন আমেরিকায় সন্ত্রাসীদের আশ্রয়-প্রশিক্ষণ কেন্দ্র বাড়ছে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ এপ্রিল ২০১৯, ২১:৩৭
ছবি: রাশিয়ার সংবাদ সংস্থা তাস

ল্যাটিন আমেরিকায় সন্ত্রাসীদের আশ্রয় ও প্রশিক্ষণ কেন্দ্র হঠাৎ দ্রুতগতিতে বাড়ছে বলে জানিয়েছেন রাশিয়ার গ্ল্যাভনজ রাজভেদিভ্যাতেল’নজ আপ্রাভলেনিজ (জিআরইউ) সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ইগোর কস্তিয়ুকভ।

বৃহস্পতিবার অষ্টম মস্কো কনফারেন্স অন ইন্টারন্যাশনাল সিকিউরিটিতে তিনি একথা জানান বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।

কস্তিয়ুকভ জোর দিয়ে বলেন, নতুন ঝুঁকিগুলোর মধ্যে এই অঞ্চলে জিহাদিদের প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আমরা বিশেষভাবে চিহ্নিত করতে পারি।

তার মতে, আল-কায়েদা ও আইএসআইএস’সহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত একাধিক দলের চরমপন্থি কার্যক্রমের প্রত্যক্ষদর্শী হচ্ছে অঞ্চলটি।

এই রুশ কর্মকর্তা বলেন, এই দলগুলো মধ্যপ্রাচ্যে ও উত্তর আফ্রিকায় তাদের অবস্থান সুদৃঢ় করার জন্য যোদ্ধা ও অর্থ সংগ্রহ করছে।

তারা ছয় মিলিয়ন মুসলিম বসবাসকারী এই অঞ্চলে প্রাথমিকভাবে চরমপন্থি আদর্শ ছড়িয়ে দেয়ার জন্য এসব করছে বলেও উল্লেখ করেন জিআরইউ প্রধান কস্তিয়ুকভ।

গত ২৩-২৫ এপ্রিল অনুষ্ঠিত এই অষ্টম মস্কো কনফারেন্সের আলোচ্যসূচি ছিল অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকীকরণ, আধুনিক সামরিক বিপদ ও হুমকি বিষয় মতবিনিময় এবং আন্তর্জাতিক নিরাপত্তা।

কমপক্ষে ৩৫টি দেশের প্রতিরক্ষামন্ত্রী এবং ১০০টি রাষ্ট্রের এক হাজারের বেশি বিশেষজ্ঞ এই কনফারেন্সে যোগদান করেন।

তারা মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
জলবায়ু পরিবর্তনের প্রধান শিকার এশিয়া: জাতিসংঘ
প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডব্লিউএমও
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে যাত্রীবাহী ফেরিডুবি, নিহত অন্তত ৫৮
X
Fresh