• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

ভারতে মালিক নির্ধারণে গরুকে আদালতে হাজির

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ এপ্রিল ২০১৯, ০৯:১৪
এই গরুটিকে তার বাচ্চাসহ আদালতে হাজির করা হয়

গরু নিয়ে ভারতে প্রায়ই অদ্ভূত সব ঘটনা ঘটে। শুক্রবার তেমনই এক অদ্ভূত ঘটনা ঘটেছে। মালিক কে- তা নির্ধারণে শুক্রবার রাজস্থানের যোধপুরের একটি স্থানীয় আদালতে একটি গরুকে তার বাচ্চাসহ হাজির করা হয়।

সংবাদসংস্থা এএনআইকে আইনজীবী রমেশ কুমার বিষ্ণোই বলেন, কে গরুর মালিক, তা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করছিল পুলিশকর্মী ওমপ্রকাশ এবং শিক্ষক শ্যাম সিংহ। তারপর দুজনই একটি বিষয়ে একমত হওয়ার পর গরুটিকে গোয়ালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ঝামেলাটি সেখানেই শেষ হলো না।

গত বছরই মান্দোরা থানায় এই মামলাটি দায়ের করা হয়। পুলিশ এর সমাধান না করতে পারায় যোধপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় মামলাটি। আর সেখানেই প্রথম দফার শুনানিতে সাক্ষী হিসেবে স্বয়ং গরুকেই হাজির করানো হল আদালতে! তবে তার বিতর্কিত ভঙ্গি ও অধিকাংশ ক্ষেত্রে নীরব আচরণের কারণে এদিন মামলা নিষ্পত্তি হয়নি।

আগামী ১৫ এপ্রিল ফের এই মামলার শুনানি হবে । গরুর মালিক কে- তা নিয়ে সিদ্ধান্ত জানাবেন বিচারপতি। সেই রায় শোনার জন্য আদালতে ফের গরুটি উপস্থিত থাকবে কিনা, তা অবশ্য জানা যায়নি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশসহ ৬ দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত 
টস জিতে ব্যাটিংয়ে ভারত
বিশ্বকাপের আগে ভারতের মুখোমুখি বাংলাদেশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh