• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

উল্টাপাল্টা করলে আইএস'র পরিণতি ভোগ করবে মার্কিন বাহিনী: ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ এপ্রিল ২০১৯, ১৫:৩৪

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ নেতার প্রতিনিধি সাঈদ জালিলি বলেছেন, আমেরিকা উল্টাপাল্টা কিছু করলে পশ্চিম এশিয়ায় সন্ত্রাসী মার্কিন বাহিনীকে আইএস-এর পরিণতি ভোগ করতে হবে। ইরানের টিভি 'চ্যানেল টু'-তে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। খবর পার্সটুডের।

সাঈদ জালিলি আরও বলেন, ইরান হচ্ছে সন্ত্রাসবাদের শিকার একটি দেশ। মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী 'এমকেও' ইসলামি বিপ্লবের পর থেকে এ পর্যন্ত ১৭ হাজার ইরানিকে হত্যা করেছে। তিনি বলেন, শুধু ইরান নয়, গোটা বিশ্বের মানুষের বিরুদ্ধেই সন্ত্রাসবাদ চালাচ্ছে আমেরিকা।

এ সময় তিনি জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন পরমাণু বোমা হামলা, ভিয়েতনাম যুদ্ধ, দখলদার ইসরায়েলের অপকর্মের প্রতি সমর্থন এবং ইরাক ও আফগানিস্তানে মার্কিন হামলার কথা তুলে ধরেন।

জালিলি বলেন, পশ্চিম এশিয়ায় মার্কিন নীতি ব্যর্থ হয়েছে। গত ৪০ বছরে ইরানিদের কাছে বড় ধরণের মার খেয়েছে আমেরিকা। একারণে তারা ইরানের জনগণ ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র ওপর ক্ষুব্ধ।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলে অস্ত্র সরবরাহ স্থগিত করল যুক্তরাষ্ট্র
দুপুর ১টার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়, হুঁশিয়ারি সংকেত
সকালের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়, হুঁশিয়ারি সংকেত
আইএসও সনদ পেল ২২ প্রতিষ্ঠান
X
Fresh