• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

উল্টাপাল্টা করলে আইএস'র পরিণতি ভোগ করবে মার্কিন বাহিনী: ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ এপ্রিল ২০১৯, ১৫:৩৪

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ নেতার প্রতিনিধি সাঈদ জালিলি বলেছেন, আমেরিকা উল্টাপাল্টা কিছু করলে পশ্চিম এশিয়ায় সন্ত্রাসী মার্কিন বাহিনীকে আইএস-এর পরিণতি ভোগ করতে হবে। ইরানের টিভি 'চ্যানেল টু'-তে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। খবর পার্সটুডের।

সাঈদ জালিলি আরও বলেন, ইরান হচ্ছে সন্ত্রাসবাদের শিকার একটি দেশ। মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী 'এমকেও' ইসলামি বিপ্লবের পর থেকে এ পর্যন্ত ১৭ হাজার ইরানিকে হত্যা করেছে। তিনি বলেন, শুধু ইরান নয়, গোটা বিশ্বের মানুষের বিরুদ্ধেই সন্ত্রাসবাদ চালাচ্ছে আমেরিকা।

এ সময় তিনি জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন পরমাণু বোমা হামলা, ভিয়েতনাম যুদ্ধ, দখলদার ইসরায়েলের অপকর্মের প্রতি সমর্থন এবং ইরাক ও আফগানিস্তানে মার্কিন হামলার কথা তুলে ধরেন।

জালিলি বলেন, পশ্চিম এশিয়ায় মার্কিন নীতি ব্যর্থ হয়েছে। গত ৪০ বছরে ইরানিদের কাছে বড় ধরণের মার খেয়েছে আমেরিকা। একারণে তারা ইরানের জনগণ ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র ওপর ক্ষুব্ধ।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র মন্ত্রণালয়
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
X
Fresh