• ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

বেঁচে থাকলে মোদির বিচার হবে: মমতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ এপ্রিল ২০১৯, ১৭:২৭
ছবি: সংগৃহীত

ভারতীয় নাগরিকদের নিবন্ধন (এনআরসি) এবং পাহাড় ইস্যুতে মোদির বিচার করার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার উত্তরবঙ্গের এক সভা থেকে এই হুশিয়ারি উচ্চারণ করেন মমতা।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিনের এক প্রতিবেদনে বলা হয়, মোদির কাছ থেকে সব হিসাব নেয়ার ঘোষণা দিয়েছেন মমতা। ওই সভায় মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি বেঁচে থাকি, ইঞ্চিতে ইঞ্চিতে বিচার হবে।

এনআরসি নিয়ে মমতা বলেন, আসামে ৪০ লক্ষ বাঙালির নাম বাদ। বাংলায় এনআরসি মেনে নেব না। বিজেপি বলছে সবাইকে তাড়িয়ে দেবে। এটা আমরা মেনে নেব না।

এ সময় নির্বাচনের ফল নিয়েও ভবিষ্যদ্বাণী করেন মমতা। তিনি বলেন, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, আসামসহ সব রাজ্যে হারবে বিজেপি।

চা বাগান খোলা নিয়ে বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন,বন্ধ বাগান খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মিথ্যা আশ্বাস দিয়ে ভোট নিয়েছেন মোদি। কিন্তু জেতার পরই সব ভুলে গেছেন।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন পরবর্তী সহিংসতা, লাশ নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে সাইফুল আলম দিপুর গণসংযোগ 
উপজেলা নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে একজনের প্রার্থিতা বাতিল
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৪৫ নেতাকে শোকজ
X
Fresh