• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দুই নাগরিকসহ আটজন আটক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ এপ্রিল ২০১৯, ১৯:১৯
ফাইল ফটো

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দুই নাগরিকসহ নারী অধিকারকর্মীদের আট সমর্থককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাতজন পুরুষ এবং একজন নারী।

আটককৃতদের এক সহযোগী এবং সৌদি আরবে মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন এএলকিউএসটি’র বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স।

এছাড়া দেশটির নারী অধিকারকর্মীদের ঘনিষ্ঠ পাঁচজনকে ফেব্রুয়ারি থেকে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে বলে জানিয়েছে এই সহযোগী এবং এএলকিউএসটি। নাম না প্রকাশের শর্তে এই বিষয়ে কথা বলেন এই সহযোগী।

এতে বলা হয়, গত বুধবার ও বৃহস্পতিবার এই আটজনকে আটক করা হয়। নারী অধিকারকর্মীদের প্রথম সারির কেউ না তারা। কিন্তু নারীর অধিকার এবং অন্যান্য সংস্কারের সমর্থক তারা।

এই বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিক কোনও জবাব দেয়নি সৌদি সরকারের কমিউনিকেশনস অফিস এবং রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাস।

সৌদি নারীদের গাড়ি চালানোর অধিকার এবং দেশটির পুরুষের অভিভাবকত্ব ব্যবস্থা উচ্ছেদ নিয়ে প্রচারণা চালানো ১১ নারীর বিচার চলছে।

গত বছর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর মানবাধিকার প্রশ্নে তীব্র সমালোচনার মুখোমুখি হয় দেশটি।

গত সপ্তাহে রিয়াদের এক আদালত বিচারাধীন ১১ নারী অধিকারকর্মীদের তিনজনকে মুক্তি দেন। এর ফলে তাদের প্রতি সৌদি কর্তৃপক্ষ নমনীয় হবে বলে আশা করা হচ্ছিল।

কিন্তু গত বুধবার ও বৃহস্পতিবারের গ্রেপ্তারের ঘটনায় মনে হচ্ছে সৌদি কর্তৃপক্ষ আন্তর্জাতিক চাপকে তোয়াক্কা না করে আরও কঠোর হবে।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
যুক্তরাষ্ট্র ও চীনের উচিত অংশীদার হওয়া, শত্রু নয়: শি জিনপিং
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
X
Fresh