• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারীর বিরুদ্ধে ৫০ জনকে হত্যার মামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ এপ্রিল ২০১৯, ১৩:৩৪
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী সন্ত্রাসীর বিরুদ্ধে ৫০ জনকে হত্যার অভিযোগে মামলা দায়ের করবে দেশটির পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে আরও ৩৯ জনকে হত্যা চেষ্টার অভিযোগও দায়ের করা হবে।

দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, শুক্রবার তাকে কোর্টে নিয়ে যাওয়া হবে। এরই মধ্যে তার বিরুদ্ধে ৫০ জনকে হত্যা এবং ৩৯ জনকে হত্যাচেষ্টার অভিযোগে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

এ সম্পর্কে নিউজিল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানায়, অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারান্টের বিরুদ্ধে ৫০ জন হত্যা এবং ৩৯ জন হত্যাচেষ্টার মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি আমরা। এছাড়া অন্য অভিযোগগুলো বিবেচনায় রয়েছে।

গত ১৫ মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালায় ব্রেন্টন। এতে ৫০ জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি রয়েছেন।

এই হামলার সময় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা নিউজিল্যান্ডে অবস্থান করছিলেন। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা যে মসজিদে ঘটেছে সেখানেই নামাজ আদায়ে যাচ্ছিলেন তামিম-মুশফিকরা। অল্পের জন্য তারা রক্ষা পান।

ডি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
X
Fresh