• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইরানের ওপর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ এপ্রিল ২০১৯, ২১:৫৩
ছবি: ইরানের গণমাধ্যম প্রেস টিভি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের অর্থনীতির ক্ষেত্রগুলোকে লক্ষ্য করে দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা।

সোমবার তিনি নাম না প্রকাশের শর্তে সাংবাদিকদের একথা জানান বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম প্রেসটিভি। আগামী মে মাসে এই নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে জানান তিনি।

তার মতে, জয়েন্ট কম্প্রেহেনসিভ প্লান অব অ্যাকশন (জেসিপিওএ) থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানের ওপর দেশটির আরোপকৃত নিষেধাজ্ঞাগুলোর মধ্যে সবচেয়ে বেশি কঠোর হবে এটি।

এই কর্মকর্তা বলেন, আমরা শুধু একটি অব্যাহত শীতল প্রভাব দেখতে চাই। এই মুহূর্তে আমরা ইরানের সঙ্গে অব্যাহত বাণিজ্যিক সম্পর্ক রাখার বিষয়টিকে একটি ভয়ানক ধারণা হিসেবে ভাবতে চাই। এই বিষয় নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।

ইরান বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে দাবি করে গত বছরের মে মাসে ট্রাম্প জেসিপিওএ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এরপর আগস্টে এই চুক্তির অধীনে ইরানের ওপর আরোপকৃত যে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল, তা পুনরায় আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর নভেম্বরে দ্বিতীয় দফায় ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্পের প্রশাসন।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় টিআইবির উদ্বেগ 
যুক্তরাষ্ট্র ও চীনের উচিত অংশীদার হওয়া, শত্রু নয়: শি জিনপিং
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
X
Fresh