• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

রাশিয়ার সঙ্গে ট্রাম্পের আঁতাত ছিল ধারণা ৪৮% আমেরিকানের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ মার্চ ২০১৯, ১৭:৪৭
ছবি: যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স

যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করতে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে আঁতাত করেছিলেন বলে মনে করে দেশটির ৪৮ শতাংশ নাগরিক।

বিশেষভাবে নিয়োগপ্রাপ্ত আইনজীবী রবার্ট মুলার ট্রাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো স্পষ্ট করার পর যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স পরিচালিত একটি জরিপে এই তথ্য উঠে এসেছে।

রোববার মুলারের তদন্তের সারমর্ম প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। চার পৃষ্ঠার এই সারমর্ম অনুসারে মুলার ২০১৬ সালের নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের আঁতাতের কোনও প্রমাণ পাননি। কিন্তু তিনি ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে বাধা দেয়ার অভিযোগ করেছেন।

রাশিয়ার সঙ্গে আঁতাত এবং তদন্ত প্রক্রিয়ায় ট্রাম্পের বাধা সংক্রান্ত অভিযোগগুলোর বিষয়ে প্রশ্ন করা হলে জরিপে অংশগ্রহণকারী ৪৮ শতাংশ মানুষ জানায়, ২০১৬ সালের নির্বাচনকে প্রভাবিত করতে রাশিয়ার সঙ্গে ট্রাম্প বা তার পক্ষে কেউ না কেউ কাজ করেছে।

বাকি অংশগ্রহণকারীদের মতে, ট্রাম্প তার প্রশাসনে রাশিয়ার প্রভাব সংক্রান্ত তদন্তগুলো বন্ধ করার চেষ্টা করেছেন।

সোমবার ও মঙ্গলবার অনলাইনে পরিচালিত এই জরিপে অংশগ্রহণকারী এক হাজার তিন জনের মধ্যে ৯৪৮ জন জানিয়েছেন তারা মুলারের তদন্তের সারমর্মটি সম্পর্কে অবগত আছেন।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৩৯ শতাংশ মানুষ মনে করেন ট্রাম্পের অভিসংশন হওয়া উচিত। অন্যদিকে ৪৯ শতাংশ মানুষ এমনটি মনে করেন না।

আরো পড়ুন:

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ
রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়গুলোতে ২২০০ বিক্ষোভকারী গ্রেপ্তার, মুখ খুললেন বাইডেন
যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী ছাত্র বিক্ষোভে পুলিশের বর্বরতা
X
Fresh