• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

চালকবিহীন মার্কিন ডুবোজাহাজ আটক করেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ ডিসেম্বর ২০১৬, ১১:০৯

দক্ষিণ চীন সাগরে চালকবিহীন মার্কিন ডুবোজাহাজ আটক করেছে চীন। এমনটাই দাবি করেছে পেন্টাগন। ফিলিপাইনের কাছে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি তথ্য সংগ্রহ করছিলো বলে জানায় সংস্থাটি। তখন চীনের সৈন্যরা ছোট নৌকায় এসে জাহাজটি ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, আমেরিকান একটি গবেষণা জাহাজ, ইউএসএসএস বোডিচের কাজের অংশ হিসাবে ওই ড্রোন ডুবোজাহাজটি সেখানে মোতায়েন করা হয়েছিল। জাহাজটি পানির লবণাক্ততা আর তাপমাত্রা পরীক্ষার কাজ করে।

ডুবোজাহাজটি ফিরিয়ে দেয়ার দাবি জানালেও চীনের কাছ থেকে কোন সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।

দক্ষিণ চীন সাগরকে নিজেদের এলাকা বলে দাবি করে আসছে চীন, যদিও তাতে আপত্তি রয়েছে প্রতিবেশী ভিয়েতনাম ও ফিলিপাইনের। ওই সাগরে একটি কৃত্রিম দ্বীপ তৈরি করছে চীন, যা নিয়ে প্রতিবেশী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনা চলছে।


এফএস/আরকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh