logo
  • ঢাকা বুধবার, ২১ আগস্ট ২০১৯, ৬ ভাদ্র ১৪২৬

মসজিদে হামলার ভিডিও দেখানোয় তুর্কি প্রেসিডেন্ট সমালোচিত

আন্তর্জাতিক ডেস্ক
|  ১৯ মার্চ ২০১৯, ০৯:৫৫ | আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১১:২১

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার ভিডিও প্রদর্শন করায় তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ানের কঠোর সমালোচনা করেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স এক বিবৃততে ‘এরদোয়ান অন্যায্য কাজ করেছেন’ বলে মন্তব্য করেন।

তুরস্কের আসন্ন নির্বাচন উপলক্ষে এক সমাবেশে হামলাকারীর সম্প্রচারিত হত্যাকাণ্ডের লাইভ ভিডিওর কিছু অংশ ও অভিযুক্তের তথাকথিত ইশতেহারের কিছু অংশ উপস্থাপন করেছিলেন এরদোয়ান। অন্তত তিনটি সমাবেশে ভিডিওর কিছু অংশ ও হামলাকারীর ইশতেহারের নির্বাচিত অংশ তুলে ধরা হয়।

এরই কারণে মূলত তুরস্কের প্রেসিডেন্টের সমালোচনায় সরব হন উইনস্টন পিটার্স। তিনি বলেন, এরদোয়ান নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলার ভিডিও নির্বাচনী সমাবেশে দেখিয়ে অন্যায্য কাজ করেছেন।]

------------------------------------------------------------
আরও পড়ুন : নিজেই আদালতে শুনানি করবেন নিউজিল্যান্ডে মসজিদে হামলাকারী
-------------------------------------------------------------

নিউজিল্যান্ডের পররাষ্ট্র আরও বলেন, ওই ভিডিও দেখানোর কারণে দেশে-বিদেশে অবস্থান করা নিউজিল্যান্ডের নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হবে। যেখানে অভিযুক্ত নিউজিল্যান্ডের নাগরিক নয়, সেখানে এমনভাবে ভিডিও প্রচার করলে তা নিউজিল্যান্ডকে ভুলভাবে উপস্থাপন করবে।

এর আগে এক নির্বাচনী সমাবেশে এরদোয়ান দাবি করেন, নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলাকারী অস্ট্রেলীয় নাগরিক ব্রেনটন ট্যারেন্ট তুরস্কে হামলা করতে চেয়েছিল। হামলাকারী বলেছে ইউরোপে তুর্কিদের কোনও ঠাঁই নেই। এই বন্দুকধারী আমাদের দেশ, আমাদের জাতি ও আমাকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে চায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ ইসলাম বিদ্বেষের উত্থান রোধে ব্যবস্থা নেয়া।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী বলেছে- সে ইউরোপের মাটি থেকে তুর্কি মুসলমানদের উৎখাত করতে চায়। হামলাকারী বলেছে, আমরা শুধু আনাতোলিয়ায় (তুরস্কের এশিয়া অংশ) থাকতে পারবো। আমার ইউরোপীয় অংশে যেতে পারবো না। এ নিয়ে চিন্তা করার আপনি কে?

এ/পি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়