• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

জার্মানিতে আগুনে পুড়ে ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৮
প্রতীকী ছবি

জার্মানির কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির পশ্চিমাঞ্চলে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। তারা বলছেন, কারিগরি ত্রুটি বা অবহেলার কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

জার্মানির পুলিশ ও কৌঁসুলিরা বলছেন, কেইসারস্লাউটার্নের কাছে একটি শহর লাম্বরেচটে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তারা জানাচ্ছেন, নিহতদের মধ্যে দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা পোল্যান্ডের নাগরিক। তাদের বয়স ৪৩ বছর ও ৫৪ বছর।

খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুজন ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দা। আর অন্য তিনজন অতিথি ছিলেন।

আগামী সপ্তাহে ময়নাতদন্তের পর অপর তিন ব্যক্তির পরিচয় জানা যাবে বলে জানিয়েছেন জার্মানির কর্মকর্তারা। ওই তিনজনের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।

জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ওই বাড়িটির উপরের তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তারা এখন পর্যন্ত সহিংসতার কোনও আলামত খুঁজে পায়নি।

পুলিশ জানিয়েছে, অ্যাপার্টমেন্টটিতে কোনেও স্মোক ডিটেক্টর ছিল না। তারা এক বিবৃতিতে জানিয়েছে, অগ্নিকাণ্ডে এক লাখের বেশি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই ভবনটির রান্নাঘর থেকে এই অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়ে থাকতে পারে ধারণা করছে পুলিশ।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি 
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনী
সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি
X
Fresh