• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইতালিতে পর্যটকবাহী প্লেন ও হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত পাঁচ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ জানুয়ারি ২০১৯, ১০:২৮

ইতালির উত্তর-পশ্চিমাঞ্চলে রুতর হিমবাহে একটি পর্যটকবাহী প্লেন ও হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এছাড়া আরও অন্তত দুইজনের আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ফক্স নিউজ।

ওই প্রতিবেদনে বলা হয়, এয়োস্তা উপত্যকায় এই সংঘর্ষ হয়। অবশ্য নিহতরা পর্যটকবাহী প্লেনে নাকি হেলিকপ্টারে ছিলেন এ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। অনেকে বলছেন, নিহতরা দুটি যানেরই হতে পারেন।

সংঘর্ষের পরপরই উদ্ধার কাজ শুরু করে পার্বত্য উদ্ধারকারী দল। মূলত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তারাই। এ সম্পর্কে এক টুইট বার্তায় তারা জানায়, পাঁচজনের মৃত্যু নিশ্চিত।

সর্বশেষ চিকিৎসক ও প্রকৌশলীদের নিয়ে দুর্ঘটনাস্থলে গেছে দুটি হেলিকপ্টার। এদিকে ইতালিয়ান সংবাদপত্র লা স্ট্যাম্পা বলছে, পর্যটকবাহী প্লেন ও হেলিকপ্টারে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা নিক্ষেপ
পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ২
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
X
Fresh