• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চিলিতে ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত, হার্ট অ্যাটাকে দুজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

  ২০ জানুয়ারি ২০১৯, ২৩:৪৯
ছবি: এএফপি

চিলির উত্তর-মধ্যাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এসময় হার্ট অ্যাটাকে দুজনের মৃত্যু হয়েছে।

শনিবার দিনগত রাত একটা ৩২ মিনিটে দেশটির এলকুই প্রদেশের কোকুইম্বো শহর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার(ইউএসজিএস) জানিয়েছে ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৫৩ কিলোমিটার গভীরে আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ৬.৭ ছিল।

দেশটির রাজধানীয় সান্টিয়াগো, উপকূলীয় শহর ভালপারাইসো, এইসেন অঞ্চলের দক্ষিণ-পূর্বে অবস্থিত ও’হিগিনস এবং আতাকামা মরুভূমি অঞ্চলেও এর কম্পন অনুভূত হয়।

দেশটির জাতীয় জরুরি অফিসের কর্মকর্তা রিকার্ডো টোরো বলেন, ভূমিকম্পের ফলে কয়েক হাজার বসতবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতেই বোঝা যায় এর তীব্রতা কেমন ছিল।

ভূমিকম্প অনুভূত হওয়া অঞ্চলগুলোর বেশকিছু মহাসড়কে ভূমিধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের মতে, ভূমিকম্পের পর সুনামির সতর্কতা বাতিল করে দিলেও কর্তৃপক্ষ কোকুইম্বো এবং তার পার্শ্ববর্তী সেরেনা শহরের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়।

বিশ্বের অন্যতম একটি ভূমিকম্প প্রবণ দেশ হলো চিলি। এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে কোকুইম্বোতে ৮.৩ মাত্রার ভূমিকম্পের পর একটি সুনামি আঘাত হানে। এতে ১২ জন নিহত হন।

কে/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
X
Fresh