• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ডাকাতের ছুরিকাঘাতে পোলিশ মেয়রের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ জানুয়ারি ২০১৯, ১০:০৩

পোল্যান্ডে ডাকাতের ছুরিকাঘাতে আহত গুডাংস্ক শহরের মেয়র পাওয়েল আদামোউইজের মৃত্যু হয়েছে। সোমবার হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

দেশটির সবচেয়ে বড় চ্যারিটি ইভেন্টে বক্তব্য রাখার সময় মঞ্চের ওপরই তার ওপর হামলা চালানো হয়। গুডাংস্ক শহরে রোববার মধ্যরাতে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন আদামোউইজ।

শহরটিতে আয়োজিত দেশের সবচেয়ে বড় চ্যারিটি ইভেন্টে রোববার মধ্যরাতে বক্তব্য রাখার সময় মঞ্চের ওপরই তার ওপর হামলা চালানো হয়।

খবরে বলা হয়েছে, জেজে দেয়ায় ক্ষুদ্ধ হয়ে উঠে প্রকাশ্যেই ছুরিকাঘাত করেন ২৭ বছর বয়সী এক ব্যাংক ডাকাত।

হামলার পরপরই ৫৩ বছর বয়সী আদামোউইজকে হাসপাতালে নেয়া হয়। সেখানে টানা পাঁচ ঘণ্টার সার্জারি করা হলেও শেষপর্যন্ত তার মৃত্যু হয়।

এদিকে আদামোউইজের মৃত্যুতে শোক জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউজ মোরাউইকি। তিনি বলেন, এটি একটি মর্মান্তিক মৃত্যু যা বর্ণনা করতে পারছি না। তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

অন্যদিকে পুলিশ হামলাকারীকে আটক করেছে বলে জানা গেছে।

আরো পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
X
Fresh