• ঢাকা বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ভারতে বেকারদের গাড়ি দিল সরকার

আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ জানুয়ারি ২০১৯, ১৮:১০
ছবি: ভারতীয় গণমাধ্যম দ্য সিয়াসাত ডেইলি

ভারতের অন্ধ্রপ্রদেশের ব্রাহ্মণ সম্প্রদায়ের ৩০ বেকার যুবককে গাড়ি দিল রাজ্যটির মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

গত শুক্রবার উন্দাবাল্লি গ্রামে নিজের বাসভবনে তিনি অন্ধ্রপ্রদেশ ব্রাহ্মণ করপোরেশনের মাধ্যমে এসব গাড়ি বিতরণ করেন।

এসময় চন্দ্রবাবু নাইডু বলেন, দেশে ব্রাহ্মণদের কল্যাণের জন্য গঠিত প্রথম সংস্থা হলো অন্ধ্রপ্রদেশ ব্রাহ্মণ করপোরেশন। ২০১৪ সালের ডিসেম্বরে এটি গঠিত হয়। গত চার বছরে রাজ্য সরকার এই করপোরেশনের জন্য ২৮৫ কোটি রুপি বরাদ্দ দিয়েছে।

তিনি বলেন, সব বয়সের গরিব ব্রাহ্মণদেরকে শিক্ষা, কোচিং, দক্ষতা বৃদ্ধি, বাণিজ্য, জনকল্যাণ ও সাংস্কৃতিক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে এই করপোরেশন।

অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ব্রাহ্মণ করপোরেশন শিক্ষা খাতে ১৩৭.৩ কোটি রুপি ব্যয় করেছে, এর মধ্যে ২০.২০ কোটি রুপি ব্যয় করেছে বিদেশে পড়ুয়া ২১১ শিক্ষার্থীর জন্য।

এছাড়া বেকার ব্রাহ্মণ যুবকদের দক্ষতা বৃদ্ধিতে ১.৬ কোটি রুপি, বাণিজ্য খাতে ২১.১২ কোটি রুপি এবং জনকল্যাণমূলক কর্মসূচিতে ৪১.৩৪ কোটি রুপি ব্যয় করেছে বলে জানান তিনি।

চন্দ্রবাবু বলেন, অন্দ্রপ্রদেশ ব্রাহ্মণ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি ১০ হাজার সুবিধাভোগীকে ২৩ কোটি রুপি ঋণ দিয়েছে। আজ এই ৩০ বেকার যুবকের জন্য ২.২ কোটি রুপি ব্যয় করেছে ক্রেডিট সোসাইটি।

এসময় আরও উপস্থিত ছিলেন অন্ধপ্রদেশ ব্রাহ্মণ করপোরেশন চেয়ারম্যান বেমুরি আনন্দ সুরিয়া।

আরো পড়ুন:

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেরপুরে ১২৯২ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১
মৃত মেয়ের বিয়ের জন্য মৃত পাত্র খুঁজছেন বাবা-মা
ভারতের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ভারতের নির্বাচনের পরই দীর্ঘমেয়াদি ভিসার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে: নানক
X
Fresh