• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মিশরে বোমা বিস্ফোরণে তিন ভিয়েতনামি পর্যটকসহ স্থানীয় গাইড নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ ডিসেম্বর ২০১৮, ২১:১৬
ছবি: রয়টার্স

মিশরে বোমা বিস্ফোরণের ঘটনায় একটি পর্যটন বাসে ভিয়েতনামের তিন পর্যটক এবং স্থানীয় একজন গাইড নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে দেশটির বিশ্ব-বিখ্যাত গিজা পিরামিড থেকে চার কিলোমিটারেরও কম দূরবর্তী একটি রাস্তার পাশের দেয়ালে লুকানো বোমা বিস্ফোরণের ফলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দুই পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তীতে স্টেট প্রসিকিউটরের দপ্তর অপর পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। মোট ১৪ জন ভিয়েতনামি বাসটিতে ছিলেন বলে জানানো হয় এই দপ্তরের পক্ষ থেকে।

বাসটির চালকের বরাত দিয়ে সরকারি বিবৃতিতে বলা হয়েছে, কমপক্ষে নয় ভিয়েতনামি নাগরিক আহত হয়েছেন।

আহতদেরকে স্থানীয় আল হারাম হাসপাতালে ভর্তি করা হয়। এখানে দুর্ঘটনার শিকার বাসে থেকে প্রাণে বেঁচে যাওয়া ল্যান লে নামের এক ৪১ বছর বয়সী পর্যটকের সঙ্গে কথা হয় যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্সের।

তিনি বলেন, তারা পিরামিডে অনুষ্ঠেয় একটি সাউন্ড অ্যান্ড লাইট শো দেখতে এদিন সকালে রওনা হন। ঘটনাস্থলে পৌঁছানোর পর হঠাৎ তারা বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান। এটা ছিল ভয়ানক, তখন আশেপাশের সবাই চিৎকার করছিল। তারপর কী হয়, তা আমার মনে নেই।

মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তার পাশের একটি দেয়ালে লুকিয়ে রাখা ডিভাইস বিস্ফোরণের ফলে বাসটি এই বিস্ফোরণের শিকার হয়। রয়টার্সের একজন রিপোর্টার বলেন, দুই ঘণ্টা পর পুলিশ বিধ্বস্ত বাসটি উদ্ধার করে।

বিস্ফোরণের খবর পাওয়ার পর কয়েক ডজন পুলিশ, সেনাবাহিনী ও দমকলবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। বিধ্বস্ত বাসটি রাস্তার এক পাশে পড়ে থাকায় যান চলাচল স্বাভাবিক ছিল। কিছুক্ষণ পরে বাসটি সেখান থেকে সরিয়ে নেয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত হওয়া একজন তদন্তকারী বলেন, ডিভাইসটি দেয়ালের আশেপাশে কোথাও বসানো হয়েছিল।

দেশটিতে ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত জঙ্গিসহ ইসলামি উগ্রপন্থিরা সক্রিয়ে আছে এবং এর আগে তারা বিদেশি পর্যটকদেরকে টার্গেট করেছে। তবে তাৎক্ষণিক কোনও দল বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

আরও পড়ুন :

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
X
Fresh