• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করাচির রিজেন্ট প্লাজা হোটেলে আগুন, ১১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  ০৫ ডিসেম্বর ২০১৬, ১২:৫০

পাকিস্তানের করাচির শাহরাহ-ই-ফয়সালে ৪ তারকা রিজেন্ট প্লাজা হোটেলে আগুনে কমপক্ষে ১১ জন মারা গেছে। দগ্ধ হয়েছে ৪৫ জন। এ ঘটনা ঘটে সোমবার ভোরে।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে দমকল বাহিনী। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, আগুন লেগে ১১ জন মারা গেছে।

করাচির মেয়র ওয়াসিম আখতার সাংবাদিকদের বললেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। হোটেলটিতে অগ্নি নির্গমনপথ বা অগ্নি-সংকেতের ব্যবস্থা ছিল না।

জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল সেন্টারের জরুরি বিভাগের প্রধান সেমিন জামালি বললেন, অগ্নিকাণ্ডে আহত ৬৫ জনকে জরুরি বিভাগে নেয়া হয়েছে। আগুনের ভয়ে জানালা দিয়ে লাফিয়ে পালানোর সময় অনেকের হাত-পা ভেঙে যায়। ভেঙে পড়া জানালার কাচের টুকরায় অনেকে আহত হয়। ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়ে।

তিনি আরো বলেন, ১০ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন নারী। মৃত পুরুষদের মধ্যে ২ চিকিৎসকও রয়েছেন। অগ্নিকাণ্ডে আহত ৩ জন বিদেশির অবস্থা কিছুটা স্থিতিশীল। এখনো হোটেলের ভেতর অনেকে আটকে আছে।

এপি / জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh