• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলা, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ ডিসেম্বর ২০১৮, ২০:১৮
ফাইল ফটো

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয জোর প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় শিশুসহ ২৪ জনেরও বেশি ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া আরও বেশকিছু বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে জানিয়েছে পার্সটুডে।

সিরিয়ার কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বা এসওএইচআর-এর বরাত দিয়ে পার্সটুডে জানায়, জোটের জঙ্গিবিমান গতকাল (শুক্রবার) ইউফ্রেটিস নদীর পূর্ব-তীরে অবস্থিত আল শাফা গ্রামে বোমা বর্ষণ করলে এই হতাহতের ঘটনা ঘটে।

এসওএইচআর প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, আল শাফায় শুক্রবার সকালে অন্তত ২৭ ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া হামলায় আরও বহু ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। এর মাত্র দুইদিন পর এসব ব্যক্তির নিহতের খবর এলো।

২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে। তারা দায়েশের বিরুদ্ধে হামলা চালাচ্ছে বলে দাবি করলেও এ পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় দায়েশের বড় কোনও ক্ষয়ক্ষতির নমুনা দেখা যায়নি। উল্টো তাদের এই হামলায় অসংখ্য বেসামরিক মানুষ নিহত হয়েছে।

আরও পড়ুন :

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
যুক্তরাষ্ট্র ও চীনের উচিত অংশীদার হওয়া, শত্রু নয়: শি জিনপিং
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
X
Fresh