• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বন্ধ হচ্ছে ট্রাম্পের দাতব্য প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ ডিসেম্বর ২০১৮, ২৩:৪১

সমস্যায় জর্জরিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাতব্য প্রতিষ্ঠান বন্ধ হতে যাচ্ছে। এটা বন্ধে ইতোমধ্যে সম্মতিতে পৌঁছেছে কর্তৃপক্ষ। অভিযোগ আছে, ট্রাম্প এবং অন্যরা এই দাতব্য প্রতিষ্ঠানকে অনৈতিক বিভিন্ন কাজে ব্যবহার করতো।

নিউইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল বারবারা আন্ডারউড এই প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিষ্ঠানটির রয়ে যাওয়া অর্থ বিতরণের তদারকি করছেন তিনি।

বারবারা অভিযোগ করেন, ট্রাম্প এবং তার বড় তিন সন্তান এই প্রতিষ্ঠানকে নিজেদের কাজে ব্যবহার করছে। বিশেষ করে রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য এই প্রতিষ্ঠানকে ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি।

বারবারা বলেন, তাদের বিরুদ্ধে মামলা চলমান থাকবে। ট্রাম্প ফাউন্ডেশনের সঙ্গে বিভিন্ন অনৈতিক কাজ যুক্ত করা হয়েছে। এর মধ্যে বিব্রতকর একটি হলো ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় এর ব্যবহার।

প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার নিয়মানুযায়ী, এতে থাকা সব সম্পদ বিচারিক পর্যবেক্ষণের মাধ্যমে বিতরণ করা হবে। এক্ষেত্রে বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন লাগবে।

প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার সিদ্ধান্ত আসায় বারবারা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আইনের শাসনের গুরুত্বপূর্ণ বিজয় হয়েছে। এর মাধ্যমে পরিষ্কার হলো, আইন সবার জন্যই সমান।

ডি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
যুক্তরাষ্ট্র ও চীনের উচিত অংশীদার হওয়া, শত্রু নয়: শি জিনপিং
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
X
Fresh