• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

জার্মানির রাস্তায় চকলেটের কার্পেট!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ ডিসেম্বর ২০১৮, ২০:৪০

রাস্তার এমন কার্পেট নিয়ে কখনও ভেবেছেন যার পুরোটাই তৈরি হবে চকলেট দিয়ে? আপনি চকলেটপ্রেমী হয়ে থাকলে কি করবেন তখন, এরকম রাস্তা দিয়ে হেটে যাবেন নাকি ভাববেন কয়েক টুকরো ব্যাগে নিয়ে নিই?

এটা কল্পনা মনে হলেও সত্যিই রাস্তার ওপর চকলেটের কার্পেট দেখা গেছে জার্মানিতে। অবশ্য কর্তৃপক্ষ ইচ্ছা করে এমন কার্পেট তৈরি করেনি। জার্মানির একটি কারখানার ফুটো দিয়ে এক টন তরল চকলেট বাইরে বের হয়ে আসে। পরবর্তীতে ঠাণ্ডা হয়ে শক্ত হয় এবং এতেই তৈরি হয় চকলেটের কার্পেট।

দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ড্রাইমাইস্টার নামের ওই কারখানায় তরল চকলেট সংরক্ষিত রাখার ট্যাংকে ‘ছোট ত্রুটি’ দেখা দেয়ায় রাস্তায় চলে আসে তরল চকলেট। এরপর দ্রুত সেটা শক্ত হয়ে যায়।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, তরল চকলেট শক্ত হওয়ায় কারখানার পাশের রাস্তা বন্ধ হয়ে যায়। এরপর ২৫ জন ফায়ার ব্রিগেডের কর্মী এসে রাস্তা পরিষ্কার করেন। এ কাজে বেলচা এবং গরম পানি ব্যবহার করেন তারা।

এই ঘটনা সম্পর্কে চকলেট প্রতিষ্ঠানটির প্রধান মার্কোস লুকি বলেন, বড়দিনের কাছাকাছি সময়ে এটা ঘটলে বিপর্যয় দেখা দিত। তবে এখন আর সমস্যা নেই।

বিবিসি বলছে, বুধবার আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরবে এই চকলেট কোম্পানি।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
ইসরায়েলে জার্মানির অস্ত্র বিক্রি বন্ধ চায় নিকারাগুয়া
গাজায় যেভাবে ত্রাণ পাঠাচ্ছে জার্মানি
‌‘বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়’
X
Fresh