DMCA.com Protection Status
  • ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯, ১২ বৈশাখ ১৪২৬

দুই মাস ধরে দেশের বাইরে জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট মুগাবে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৪ নভেম্বর ২০১৮, ২৩:২০
ফাইল ফটো

গত দুই মাস ধরে জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে দেশের বাইরে অবস্থান করছেন বলে জানালেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া।

গত ৩০ জুলাই অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বচনে জয়ী হওয়ায় তাকে ‘থ্যাংক ইউ’ জানাতে আসা কয়েকশ দলীয় সমর্থকদের জমায়েতে তিনি একথা জানান বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম জিমআই।

নানগাগওয়া বলেন, মুগাবে চিকিৎসার জন্য দুই মাস ধরে সিঙ্গাপুরে অবস্থান করছেন। সেখান থেকে গতকাল রাতে আমাকে পাঠানো একটি মেসেজে বলা হয়েছে, তিনি আগের চেয়ে এখন অনেক ভালো আছেন এবং আগামী ৩০ নভেম্বর দেশে ফিরবেন।

তিনি বলেন, তার (মুগাবে) বয়স হয়েছে। আমরা তার খোঁজ-খবর নিচ্ছি। গত ১৫ অক্টোবর তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু তখন আমাদের জানানো হয় যে তার অবস্থা খুব একটা ভালো নয় এবং সুস্থ হতে আরও একমাস সময় লাগতে পারে।

তিনি আরও বলেন, তিনি(মুগাবে) হাঁটতে পারছেন না কিন্তু আমরা তার যত্নের ত্রুটি করবো না। তার যখন যা কিছুর প্রয়োজন পড়বে, তখনই তার ব্যবস্থা করবো।

কে/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়