• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইসরায়েলকে কখনোই স্বীকৃতি নয়: পাকিস্তানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ নভেম্বর ২০১৮, ২৩:৪০
ছবি: পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তান কখনোই কুদস দখলদার ইসরায়েলের সরকারকে স্বীকৃতি দেবে না বলে জানালেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।

রোববার লাহোরের গভর্নর ভবনে আয়োজিত এক সমাবেশে তিনি একথা জানান বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

আরিফ আলভি বলেন, এই দখলদার সরকারকে স্বীকৃতি না দেয়ার ব্যাপারে মুসলিম দেশগুলোর মধ্যে যে ঐকমত্য আছে তা থেকে পাকিস্তান সরে যাবে না।

তিনি বলেন, মুসলিমদের পবিত্র বিশ্বাসকে কেউ যেন দ্বন্দ্ব, আগ্রাসন ও অশান্তি সৃষ্টির জন্য ব্যবহার করতে না পারে, সে বিষয়েও আমাদের খেয়াল রাখতে হবে।

দেশটির মসজিদ ও মাদরাসা নিবন্ধনের প্রক্রিয়া আরও সহজ করা হবে বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট আরিফ আলভি।

এর আগেও পাকিস্তানর প্রেসিডেন্ট আরিফ আলভি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের কোনও ধরনের গোপন যোগাযোগ হচ্ছে না।

তবে সম্প্রতি পাকিস্তানের একজন পার্লামেন্ট সদস্য বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে পাকিস্তান। তার এই বক্তব্য দেশটির জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

কয়েক হাজার পাকিস্তানি নাগরিক রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তেলআবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে ইসলামাবাদকে হুঁশিয়ারি করেন।

বিক্ষোভকারীরা ইসরায়েলের মোকাবিলায় নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি তাদের সমর্থন ঘোষণা করেন।

আরও পড়ুন :

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে সময় লাগবে ১৪ বছর: জাতিসংঘ
‘পাকিস্তানকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করতে হবে’ 
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
X
Fresh