• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় ১৪৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ নভেম্বর ২০১৮, ২১:১৩
ছবি: স্কাই নিউজ

ইয়েমেনের আল হোদাইদাহ শহরে দেশটির সরকারি ও সৌদি জোটের সোনাদের সঙ্গে হুথি আনসারুল্লাহ ও তাদের সমর্থিত যোদ্ধাদের যুদ্ধে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৪৯ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ১১০ জন হুথি যোদ্ধা, ৩২ জন সরকার-সৌদি জোটের সেনা এবং ৭ জন বেসামরিক নাগরিক।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে শহরটির বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে একথা জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম ‘স্কাই নিউজ’। আরও জানিয়েছে, গত ১ নভেম্বর থেকে এ পর্যন্ত উভয় পক্ষের সংঘর্ষে প্রায় ৬০০ জনের মতো নিহত হয়েছেন।

এদিকে ইরানি গণমাধ্যম ‘পার্স টুডে’ জানায়, ইয়েমেনে চলমান সৌদি সহিংসতা ও গণহত্যার প্রতিবাদে তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত সৌদি আরবের দূতাবাস এবং ইস্তাম্বুল শহরে অবস্থিত সৌদি কনস্যুলেটের বিক্ষোভ হয়েছে।

প্রসঙ্গত, ইরান সমর্থিত হুথি যোদ্ধারা ২০১৪ সাল থেকে আল হোদাইদাহ শহরটি নিয়ন্ত্রণে রেখেছে। তখন থেকেই এটির নিয়ন্ত্রণ নিতে একের পর হামলা চালিয়ে আসছে সৌদি জোট সমর্থিত ইয়েমেন সরকার।

এসব হামলায় ১০ হাজারেরও বেশি লোক মারা গেছে। এছাড়া ২ মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কিন্তু সৌদি জোট দাবি করে আসছে, তাদের লক্ষ্য বেসামরিক নাগরিক নয়।

কে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
X
Fresh