• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কুয়াশা-দূষণে কাবু দিল্লি, পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ নভেম্বর ২০১৮, ২১:৫৪
ছবি: আল জাজিরা

ভারতের দিল্লির বাসিন্দারা সোমবার ঘুম ভেঙেই এক ঘোলাটে দিন দেখেছে। দীপাবলির আগে এমন ঘটনায় আশঙ্কাগ্রস্ত বাসিন্দারা। আগামী দুইদিনে এই পরিস্থিতি আরও খারাপ হবে বলে জানিয়েছে প্রশাসন।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এতে বলা হয়, ভোরের দিকে সমস্যা ছিল বেশি। আগের সকালে পরিস্থিতি কিছুটা ভালো ছিল। কিন্তু আজ দেখা যায় একেবারে ভিন্ন ছবি। এর প্রভাব পড়ে যান চলাচলের ওপর। কুয়াশার জন্য গাড়ি চলাচলে সমস্যা হয়।

আরও বলা হয়, বিশ্বস্বাস্থ্য সংস্থার বেধে দেয়া পরিমাপের চেয়ে দিল্লিতে এদিন দূষণের পরিমাণ প্রায় ২০ গুণ বেশি ছিল। দূষণ ও কুয়াশা কারণে প্রতি বছর ভারতে ১০ লাখ মানুষের মৃত্যু হয়। সবচেয়ে বেশি সমস্যা হয় দিল্লিতে।

দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি জানিয়েছে, পরিস্থিতি প্রতিকূল হওয়ায় এই মাসের ১০ তারিখ পর্যন্ত দূষণ ছড়ায় এমন গাড়ি নিয়ন্ত্রণ করতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এই পরিস্থিতিকে বিপজ্জনক বলে মনে করছেন চিকিৎসকরা। হার্ট কেয়ার ফাউন্ডেশন অব ইন্ডিয়া’র প্রেসিডেন্ট ডা. কৃষাণ কুমার আগারওয়াল আল জাজিরাকে বলেন, এই মাত্রার দূষণ মানুষের আয়ু কমিয়ে দেয়।

তিনি আরও বলেন, সুস্থ মানুষসহ সবাই আক্রান্ত হচ্ছে। এখন দিল্লির সব হঠাৎ মৃত্যু ও হার্ট অ্যাটাকের সঙ্গে সম্পৃক্ত এই দূষণ।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে হোয়াটসঅ্যাপ বন্ধের হুঁশিয়ারি মেটার
ভারতে ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
নওগাঁয় নদী, খাল-বিল দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন
X
Fresh