• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে বাস নদীতে, নারী-শিশুসহ নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ অক্টোবর ২০১৮, ১৫:২১
মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে

পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সিন্ধু নদীতে পড়ে গেলে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, উত্তরাঞ্চলীয় পাকিস্তানে রোববার রাতে এই দুর্ঘটনায় ওই ব্যক্তিরা নিহত হয়েছেন। খবর জিও টিভির।

পুলিশ কর্মকর্তা আব্দুল গফুর বলেছেন, বাসটি গিলগিট বালতিস্তানের ঘিবেরতি থেকে রওয়ালপিন্ডি যাচ্ছিল। তিনি জানান, কোহিস্তান জেলা দিয়ে যাওয়ার সময় বাসটি গড়িয়ে সিন্ধু নদীতে পড়ে যায়।

গফুর বলেন, ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং সামান্য আহত অবস্থায় একজন নারীকেও উদ্ধার করা হয়েছে।

এদিকে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন নারী ও শিশু রয়েছে।

জরুরি প্রতিক্রিয়া টিমের প্রতিনিধিরা জানিয়েছেন, উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে এবং সব মৃতদেহ নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা জানাচ্ছেন, নিহতদের অধিকাংশই গিলগিট-বালতিস্তানের বাসিন্দা।

পুলিশ বলছে তাদের ধারণা পার্বত্য এলাকার পিচ্ছিল রাস্তার ওপর দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। নিরাপত্তার স্ট্যান্ডার্ড না মানা এবং ট্র্যাফিক আইন অমান্য করার কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পাকিস্তানকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করতে হবে’ 
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
X
Fresh