• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

জাপানে প্রতিবন্ধী সেবাকেন্দ্রে ছুরিকাঘাতে নিহত ১৯

অনলাইন ডেস্ক
  ২৬ জুলাই ২০১৬, ০৯:৪৬

জাপানে মানসিক প্রতিবন্ধীদের সেবাকেন্দ্রে এক যুবকের ছুরিকাঘাতে ১৯ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় রাত দুইটায় টোকিওর পশ্চিমে অবস্থিত কানাগাওয়া এলাকার সাগামিহারা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৬ জন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

হামলার পর এক যুবক নিজেই স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। সন্দেহভাজন ২৬ বছর বয়সী সাতোশি উমাতসু নামের এই যুবককে আটক করেছে পুলিশ । তিনি সেবাকেন্দ্রের সাবেক কর্মী বলে জানা গেছে।

স্থানীয় বার্তা সংস্থা কিয়োডোর খবরে বলা হয়েছে, সাগামিহারা এলাকায় মানসিক প্রতিবন্ধীদের জন্য আবাসিক পরিচর্চা কেন্দ্র সুকুই ইয়ামাইয়ুরি গার্ডেন ফ্যাসিলিটিতে এক অস্ত্রধারী ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই তিনি এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটে। আহতদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে বলা হয়েছে।

বিবিসি জানায়, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে সেবাকেন্দ্রে ছুরি হাতে এক ব্যক্তির ঢুকে পড়ার খবর জানায় কেন্দ্রের কর্মীরা। সেবাকেন্দ্রে আটজন কর্মী এবং ১৫০ জন বাসিন্দা ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh