• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

জনগণের জন্য আদালত থেকে লাইভ শুনানি দেখাবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৬

গুরুত্বপূর্ণ মামলাগুলোর শুনানি কার্যক্রম সরাসরি টেলিভিশনে সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। স্বচ্ছতা বাড়াতে এবং আদালতকক্ষে ভিড় কমাতে এমন আদেশ দিলেন দেশটির সর্বোচ্চ আদালত।

বুধবার সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এ সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেন, প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে এ ব্যবস্থা চালু করা হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে তা পরিবর্তন-পরিবর্ধন করা হবে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

আদালত মনে করেন, এজলাসের মধ্যে কী চলছে তা জানার অধিকার রয়েছে নাগরিকদের। সূর্যের আলো যেমন জীবাণুনাশকের কাজ করে, সরাসরি সম্প্রচারও বিচার ব্যবস্থায় তেমন এক পদক্ষেপ।

বুধবার আধার কার্ড সংক্রান্ত রায়ের দিনেই এজলাসের লাইভ সম্প্রচারের বিষয়ে গুরুত্বপূর্ণ এ পর্যবেক্ষণ দেন প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ।

বিচারপতি দীপক মিশ্র বলেন, ‘এজলাসে লাইভ সম্প্রচার হওয়া উচিত। এর ফলে গোটা বিচার ব্যবস্থার মধ্যে দায়বদ্ধতা তৈরি হবে।’

তবে ৭০ সেকেন্ড দেরিতে সরাসরি সম্প্রচারের প্রস্তাব রাখা হয়েছে। যদি এজলাসের মধ্যে কোনও অবমাননাকর ঘটনা ঘটে তাহলে সম্প্রচার বন্ধ করে দেয়ার ক্ষমতা থাকবে বিচারকদের হাতে।

ভারতে আদালত কক্ষ জনসাধারণের জন্য উন্মুক্ত হলেও সেখানে ভিডিও রেকর্ডিং বা মামলার শুনানির সরাসরি সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ।

আদালতের ১০৬ পৃষ্ঠার নির্দেশে বলা হয়েছে, “জনগণের আগ্রহের কথা বিবেচনা করে আদালতের কার্যক্রম প্রকাশ্যে আনতে সরাসরি সম্প্রচারের এ ব্যবস্থা করা হচ্ছে। এতে আদালতের কাজকর্মের স্বচ্ছতার ব্যাপারে সাধারণ মানুষের বিশ্বাস বাড়াবে এবং সুশাসন ও জবাবদিহিতার উৎকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়াবে।

উল্লেখ্য, লাইভ সম্প্রচারের বিষয়ে সুপ্রিম কোর্টে মামলাটি করেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং, আইনের ছাত্র স্নেহিল ত্রিপাঠী এবং স্বেচ্ছাসেবী সংস্থা ‘সেন্টার ফর অ্যাকাউন্টাবিলিটি অ্যান্ড সিস্টেমেটিক চেঞ্চ’।

যার প্রেক্ষিতে সবশেষ দেশটির সর্বোচ্চ আদালত শুনানি সরাসরি সম্প্রচারের আদেশ দেন।

আরও পড়ুন :

এপি/এসআর

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
X
Fresh