logo
  • ঢাকা সোমবার, ২১ অক্টোবর ২০১৯, ৫ কার্তিক ১৪২৬

মুম্বাইয়ে বহুতল আবাসিক ভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২২ আগস্ট ২০১৮, ১০:৪০ | আপডেট : ২২ আগস্ট ২০১৮, ১১:১৩
ভারতের মুম্বাইয়ের পারেল এলাকায় বহুতল আবাসিক ভবনে বুধবার সকালে আগুন লেগেছে। ঘটনার পরপরই ফায়ার ব্রিগেডের দশটি গাড়ি ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর এনডিটিভি।

আবাসিক ভবনটির ছাদে বেশকিছু মানুষ আটকা পড়েছে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে উদ্ধার কাজ চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্রিস্টাল টাওয়ার নামে এই ভবনটি থেকে প্রচণ্ড ধোঁয়া বের হয়। ভবনটি মুম্বাইয়ের পারেল এলাকার হিন্দমাতা সিনেমা হলের কাছাকাছি অবস্থিত।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর বরাত দিয়ে করা এ প্রতিবেদনে জানা যায়, অনেক মানুষ ভবনটির ভেতর আটকা পড়ে আছে এবং উদ্ধারকাজ চলছে। ভবনটির কিছু বাসিন্দা ভবনের ছাদ থেকে ক্রেনে করে নিচে নেমে আসছিল। তবে ভবনে আটকা পড়া মানুষের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন :

কেএইচ/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়