• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাশিয়ায় ফুটবল সমর্থকদের ওপর ট্যাক্সি উঠিয়ে দিলেন চালক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ জুন ২০১৮, ১২:৪৫

রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ চলছে। এরইমধ্যে শনিবার রাজধানী মস্কোয় রেড স্কয়ারের কাছে একটি ফুটপাতে ফুটবল সমর্থকদের ওপর ট্যাক্সি উঠিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটজন আহত হয়েছেন। তারা বলছেন, এ ঘটনায় ওই ট্যাক্সি চালককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে অপরাধ তদন্ত করা হচ্ছে। খবর সিবিএস নিউজের।

প্রাথমিক খবরে জানা গেছে, ওই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে এমন ঘটনা ঘটে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ওই ট্যাক্সি চালক ঘটনার সময় মাতাল ছিলেন বলে ধারণা করা হচ্ছে। যদিও মস্কোর ট্র্যাফিক কর্তৃপক্ষ এ ধরনের খবর ভিত্তিহীন বলে জানায়। পরে ইন্টারফ্যাক্স জানায়, ওই চালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন। তবে ওই ঘটনায় পথচারীদের ক্ষত কতটা গুরুতর সেটা তাৎক্ষণিক জানা যায়নি।

মস্কোর বিখ্যাত শপিং আর্কেড জিইউএম ও রেড স্কয়ার থেকে প্রায় ৬৫০ ফুট দূরে ইলিনকা স্ট্রিটে শনিবার ওই ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজন মেক্সিকোর সমর্থকও রয়েছেন। আজ রোববার জার্মানির সঙ্গে মেক্সিকোর খেলা রয়েছে। রাশিয়ার যে ১১টি শহরে বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হচ্ছে মস্কো সেগুলোর একটি।

এদিকে ইন্টারফ্যাক্স জানায়, ওই ট্যাক্সিচালক কিরগিজস্তানের ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করছিলেন।

অন্যদিকে ওই প্রত্যক্ষদর্শী বলেছেন, ট্যাক্সিচালক ওই ঘটনার পর সেখান থেকে পালানোর চেষ্টা করেন কিন্তু তাকে ধরে ফেলা হয়।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএসএমএমইউয়ের বিদায়ী ভিসির সমর্থকদের মারধরের অভিযোগ
তুরস্কে খেলোয়াড় ও সমর্থকদের মারামারি, ফিফার কড়া হুঁশিয়ারি
কুমারখালীতে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা
সমর্থকদের থানা থেকে মুক্ত করেই অবরোধ তুলে নিলেন লতিফ সিদ্দিকী 
X
Fresh