• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

রাহুল গান্ধি আটক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ নভেম্বর ২০১৬, ১৭:৩০

ভারতের কংগ্রেস পার্টির সহ-সভাপতি রাহুল গান্ধি ও দিল্লির উপ-প্রধানমন্ত্রী মনিশ শিশোদিয়াকে মঙ্গলবার আটক করেছে পুলিশ।

সরকারের নেয়া সিদ্ধান্তের প্রতিবাদে আত্মহত্যা করা সাবেক সরকারি কর্মকর্তা রাম কৃষাণ গ্রিওয়ালের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আটক হন তারা।

দিল্লির পুলিশ কমিশনার এম কে মিনা বললেন, নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে যাবার পথেই আটক হন রাহুল। আটকের পর তাকে মন্দির মার্গ থানায় রাখা হয়। পরে অবশ্য তাকে ছেড়ে দেয় পুলিশ।

পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগেই রাহুল গান্ধিকে আটক করা হয়েছিল। পুলিশি বাধার মুখে পড়ায় ভীষণ রেগে যান রাহুল। বিদ্রুপ করে বলেন, হিন্দুস্থান নতুন করে তৈরি হচ্ছে ভাইয়া।

এদিকে গ্রিওয়ালের পরিবারের সদস্যদেরও গ্রেপ্তার করা হয়। কারণ তারা রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। তারা হাসপাতালে আন্দোলনও শুরু করেছেন।

এপি/ এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh