• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ব্রিজ ভেঙে পাকিস্তানে ৭ মেডিকেল শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ মে ২০১৮, ১৫:৪৭

পাকিস্তানের কাশ্মীরে একটি কাঠের ব্রিজ ভেঙে নিহত হয়েছেন অন্তত সাত মেডিকেল কলেজ শিক্ষার্থী। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ৯ জন। ১৩ মে রোববার এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

কর্তৃপক্ষ জানিয়েছে, পুরনো কাঠের ব্রিজটিতে একসঙ্গে ২৫ শিক্ষার্থী ছবি তুলছিল। হঠাৎ ব্রিজটি ভেঙে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই উদ্ধার কাজ শুরু করেন ফায়ারসার্ভিস কর্মীরা।

এসময় ১১ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে উদ্ধার কাজে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগ দেয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই ফয়সালাবাদ মেডিকেল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

এদিকে, শনিবার দেশটিতে পাকিস্তানে প্রবল ঝড়-বৃষ্টিতে নিহত হয়েছেন অন্তত ১৪ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। শনিবার দেশটির খাইবার, পাখতুনখোয়ার, পেশোয়ার ও এর পাশের এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। পেশোয়ার ও এর আশে-পাশের এলাকায় ধূলিঝড়ে মানুষ ব্যাপক দুর্ভোগে পড়ে। প্রবল বর্ষণে রাস্তা-ঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পাকিস্তানকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করতে হবে’ 
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
X
Fresh