• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জিন্নাহর ছবি পোড়ালে ১ লাখ রুপি পুরস্কার দেবে মুসলিম মহাসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ মে ২০১৮, ২০:১৫

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ও পোস্টার পুড়িয়ে দিতে পারলে ১ লাখ রুপি পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা করেছেন অল ইন্ডিয়া মুসলিম মহাসংঘের সভাপতি ফারহাত আলি খান।

ভারতের সংবাদ সংস্থা এএনআইকে তিনি একথা জানান বলে শনিবার ইন্ডিয়া ডট কমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।

ফারহাত আলি খান বলেন, স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখা মহাত্মা গান্ধির ছবি পাকিস্তানের কোথাও নেই। তাই ভারতের কোথাও জিন্নাহর ছবি রাখার কোনো বৈধ কারণ নেই। পাকিস্তানিরা ভারতীয়দের ঘৃণা করে। ভারতের মুসলিমরাও প্রতিবেশী দেশটির প্রতি একই মনোভাব পোষণ করে।

বিজেপির এমপি সতীশ গৌতম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ হল থেকে জিন্নাহর ছবি সরিয়ে ফেলার জন্য বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তাদের কাছে চিঠি পাঠান।

--------------------------------------------------------
আরও পড়ুন : নির্ধারিত এলাকায় নিরাপদ থাকবে রোহিঙ্গারা: মিয়ানমারের সেনাপ্রধান
--------------------------------------------------------

এরপর হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিয়ে যত দ্রুত সম্ভব জিন্নাহর ছবি সরানোর দাবি জানায়। একই দাবিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরাও বিক্ষোভ শুরু করে এবং একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

এই ইস্যুতে রাজনীতিবিদরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বক্তব্য দেয়ায় আলিগড়ে ১৪৪ ধারা জারি করে কর্তৃপক্ষ। শনিবার রাত ১২টা পর্যন্ত ইন্টারনেট সেবাও বন্ধ থাকবে।

আরও পড়ুন :

কে/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
X
Fresh