• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ এপ্রিল ২০১৮, ১৩:০২

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় জাভা প্রদেশে ৪ দশমিক চার মাত্রার একটি ভূমিকম্পে নিহত হয়েছেন দুই জন। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ২১ জন। এতে তিন শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। বৃহস্পতিবার দেশটির দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর সিনহুয়া।

প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো জানান, ভূমিকম্পের পর ২ হাজারের বেশি লোককে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। আহতদেরকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ভূতাত্ত্বিক ও আবহাওয়া সংস্থা জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে এ প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠের মাত্র চার কিলোমিটার গভীরে আঘাত হানা এ ভূমিকম্পের রিখটার স্কেলের মাত্রা ছিল ৪.৪।

--------------------------------------------------------
আরও পড়ুন : সৌদি নারীদের নতুন স্টাইল ‘স্পোর্টস বোরকা’
--------------------------------------------------------

সুতোপো এক বার্তায় বলেন, ভূমিকম্পে বনজার্নাগড়া জেলার কালিবানিংয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, এতে ৩১৬টি ঘরবাড়ি, ৪টি মসজিদ ও ২টি স্কুল ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের ঘটনায় ২ হাজার ১০৪ জন তাদের ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয় শিবিরে উঠেছে। উদ্ধার ও দুর্যোগ দপ্তরের কর্মীদের পাশাপাশি প্রায় ২০০ সৈন্য ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় যৌথভাবে ত্রাণ বিতরণ করছে।

আরও পড়ুন :

এপি/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্টারনেটে ধীরগতি, এক মাস চলতে পারে ভোগান্তি
কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান
ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম
ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, ঘরছাড়া ১১ হাজার মানুষ
X
Fresh