• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘হানাদারদের আমিই চড় ও লাথি দিয়েছি’

আরটিভি অনলাইন ডেস্ক

  ২২ মার্চ ২০১৮, ১৬:২১

ফিলিস্তিন প্রতিরোধ সংগ্রামের আইকন বীরকন্যা আহেদ তামিমি ইসরায়েলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, অবৈধ রাষ্ট্র ইসরাইলের দুই হানাদার সেনাকে আমিই চড় ও লাথি দিয়েছি।

আদালতে দাঁড়িয়ে ১৭ বছরের সাহসী এই কিশোরী আরও বলেন, অবৈধ দখলদারদের অধীনে কোনো ন্যায়বিচার হতে পারে না। একটা অবৈধ আদালতে আমাদের বিচার চলছে। আমিই সেই অবৈধ দখলদার হানাদার সেনাদের চড়িয়েছি, লাথি দিয়েছি।

তামিমির আইনজীবী গ্যাবি লাস্কি জানান, তার স্বীকারোক্তির পর আদালত তাকে আট মাসের কারাদণ্ড ও ১৪০০ ডলার জরিমানা করেছেন।

ইসরাইলি আইনজীবী লাস্কি এ আইনি প্রক্রিয়াকে প্রহসন আখ্যা দিয়ে বলেন, তামিমিদের মতো অন্য ফিলিস্তিনি তরুণদের প্রতিবাদ ও প্রতিরোধ থেকে দূরে রাখতেই তাকে এমন শাস্তি দেয়া হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভারতে প্রতি ৫৫ মিনিটে একজন শিক্ষার্থী আত্মহত্যা করে!
--------------------------------------------------------

তামিমির মায়ের ক্ষেত্রে বিচারক একইভাবে স্বীকারোক্তির অনুমতি দেন। তার বিরুদ্ধে উসকানির অভিযোগ আনা হয়েছিল।

তামিমির বাবা বাসেম বলেন, এটি পুরোপুরি অবিচার। ফিলিস্তিনিদের দমন করতেই এই সাজানো বিচারের আয়োজন করা হয়েছে। তার মেয়ে স্বীকারোক্তি দিতে রাজি হয়েছে এ জন্য যে, তাকে তিন বছর কারাদণ্ড দেয়ার হুমকি দেয়া হয়েছিল।

কারাগারে তামিমি পড়াশোনা করে সময় কাটায় বলে জানান তার বাবা।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিলিস্তিন ইস্যুর স্থায়ী সমাধান চায় চীন
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
ইসরায়েলি হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর
X
Fresh