• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংগি

আন্তর্জাতিক ডেস্ক

  ২০ মার্চ ২০১৮, ১২:৩১

চীন সরকার সোমবার জেনারেল ওয়েই ফেংগিকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। ওয়েই ফেংগি চীনের সামরিক বাহিনীর মিসাইল ইউনিটের কমান্ডার ছিলেন। দেশটিতে ‘মিসাইল ম্যান’ হিসেবে পরিচিত তিনি। খবর এবিসি নিউজ।

এদিকে, দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কে স্টেট কাউন্সিলর হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস। এর ফলে, দেশটির মন্ত্রিপরিষদে তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য হলেন। শুধু তাই নয়, এতে ওয়াং ই-এর ক্ষমতাও বেড়ে যাবে অনেকটা।

পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চীনের সাবেক শীর্ষ কূটনীতিক ইয়াং জিয়েচির স্থলাভিষিক্ত হয়েছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: স্মার্টফোন কেড়ে নিলো কিশোরীর প্রাণ
--------------------------------------------------------

উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে তথা আজীবনের জন্য চীনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন শি জিনপিং। এর আগে ১৭ মার্চ শনিবার দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি)-এর ভোটাভুটিতে আগামী পাঁচ বছরের জন্য তাকে নির্বাচিত করা হয়। একইসঙ্গে শি জিন পিং-এর ঘনিষ্ঠ মিত্র ওয়াং কিশানকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলসে এ ভোটাভুটি হয়।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারী বর্ষণে মহাসড়কে ধস, চীনে ২৪ প্রাণহানি
প্রবৃদ্ধি অর্জনে চীন ও মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ
‘চীন থেকে আরও বেশি যন্ত্রপাতি আনা হবে’
মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে চীন : ব্লিঙ্কেন
X
Fresh