• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

মুম্বাইয়ে সেনাবাহিনীর অফিস ভবনের আগুন নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ মার্চ ২০১৮, ২২:৫৭

ভারতের দক্ষিণ মুম্বাইয়ের কোলাবা শহরের প্রতিরক্ষা এলাকায় সেনাবাহিনীর অফিস ভবনে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শনিবার সন্ধ্যায় আফগান চার্চের পাশে অবস্থিত অ্যাসাই নামের এই ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়।

দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সন্ধ্যা ৭টা ২২ মিনিটে তারা আগুন লাগার খবর পান। চারটি ফায়ার ইঞ্জিন ও চারটি ওয়াটার ট্যাংকার ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানিয়েছে ব্রিহানমুম্বাই মিউনিসিপাল করপোরেশন।

বার্তা সংস্থা এএনআইকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, কোলাবার সেনাবাহিনীর অফিস ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কেউ আহত হয়নি তবে ভবনটির দুটি রুম পুড়ে গেছে।

শনিবার রাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনের এসব কথা বলা হয়েছে।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুম্বাইয়ে সম্মাননা পেলেন কামরুজ্জামান মিল্লাত
জোড়া মাথা আলাদা করা রাবেয়া-রোকেয়া কেমন আছে, জানালো সিএমএইচ
মুম্বাইকে হারিয়ে দিল্লির পঞ্চম জয়
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
X
Fresh