• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পুরনো কোরআন রাখতে দুই মাইল লম্বা সুড়ঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪৮

মুসলিমদের কাছে সবচেয়ে পবিত্র তাদের ধর্মগ্রন্থ কোরআন। প্রতিটি মুসলিম তাদের এ ধর্মগ্রন্থটি সর্বোচ্চ যত্নে সংরক্ষণ করেন। অনেকদিন পড়ার পর এর পৃষ্ঠাগুলো জীর্ণশীর্ণ হয়ে পড়ে তখনও এটিকে সতর্কতার সাথেই সংরক্ষণ করা হয়। মুসলিমদের বিশ্বাস, কোরআন পুরনো হয়ে গেলে কিংবা সেটির পৃষ্ঠা ছিঁড়ে গেলেও যেখানে-সেখানে ফেলে দেয়া উচিত নয়।

পাকিস্তানে কোরআন সংরক্ষণের জন্য এক পর্বতমালায় তৈরি করা হয়েছে দুই মাইল লম্বা সুড়ঙ্গ। কোয়েটা শহরের কাছে এ পর্বতমালার অবস্থান।

পর্বতটির সুড়ঙ্গ পথে হাজারও ছিঁড়ে যাওয়া কোরআন এনে রাখা হয়েছে। পাকিস্তানের বিভিন্ন এলাকা থেকে পুরনো কোরআন এনে বস্তায় স্তুপ করে সেগুলো জমা রাখা হচ্ছে। একেকটি বস্তায় আট থেকে দশটি কোরআন রাখা হয়েছে।

এ সুড়ঙ্গে কাজ করা আব্দুর রশিদ লেহরি বলেন, ‘আমার বড় ভাই কোরআন ভালোবাসেন। যেসব কোরআন ফেলে দেয়া হতো তিনি সেগুলো সংগ্রহ করতেন এবং তার গাড়িতে যত্ন করে রেখে দিতেন। এরপর আমরা এ জায়গাটি তৈরি করেছি।’

বিভিন্ন মসজিদ, মাদরাসা ও দরিদ্র মানুষের মাঝে এসব কোরআন বিতরণ করা হয়। আর যেসব কোরআন বাঁধাই করার অবস্থায় নেই সেগুলো সুড়ঙ্গের ভেতরে রাখা হয়।

কোরআন রাখার জন্য এ পর্বতের নিচে প্রতিনিয়ত সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন:

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পাকিস্তানকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করতে হবে’ 
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
X
Fresh