• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বান কি মুনের সামনেই ত্রাণের ট্রাক লুট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ অক্টোবর ২০১৬, ১২:৫২

হারিকেন ম্যাথিউর আঘাতে বিধ্বস্ত হাইতি পরিদর্শন করছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এদিনই দেশটির একটি অংশে জাতিসংঘের ত্রাণ সহায়তার ট্রাক লুট করে স্থানীয়রা। ত্রাণ সহায়তায় দেরি ও পরিমাণে পর্যাপ্ত না হওয়ায় এ লুটপাট চালায় লণ্ডভণ্ড হাইতির উত্তেজিত জনতা।

লা কায়েতে ত্রাণবহরের ওপর হামলার পর পুলিশ স্থানীয় বাসিন্দাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে।

বান কি মুন বলেন, ‘জরুরি সাহায্যের জন্য যারা অপেক্ষা করছে তাদের অধৈর্য এবং ক্ষুদ্ধ হওয়ার কারণ আমরা বুঝি। দ্রুত সাহায্য আনার জন্য আমরা যতোটা সম্ভব করছি।’ লে কায়েতে তিনি নিজেই একটি লুটের ঘটনা প্রত্যক্ষ করেছেন বান কি মুন।

এদিকে হাইতিতে পৌঁছানোর পর পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা প্রদানের কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। হারিকেন ম্যাথিউর আঘাতে হাইতিতে প্রায় ৯শ’ মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে আশ্রয়হীন প্রায় ১৪ লাখ মানুষের জন্য প্রয়োজন জরুরি ত্রাণ সহায়তা।

হাইতিতে কলেরা ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন অনেকে। এরই মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কলেরায় মৃত্যুর ঘটনাও বৃদ্ধি পেয়েছে।

পানিবাহিত এ রোগটি হাইতিতে প্রথম ছড়ায় ২০১০ সালের ভূমিকম্পের পর। তাও জাতিসংঘের নেপালি শান্তিরক্ষী বাহিনীর মাধ্যমে। ওইসময় কলেরায় প্রায় ১০ হাজার মানুষ মারা যায়।

এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh