• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সুইজারল্যান্ডে তুষার ধসে ২ পর্বতারোহী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৮

সুইজারল্যান্ডে ভ্যালাইস প্রদেশে তুষার ধসের ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ হয়েছেন ২ পর্বতারোহী। যদিও এর আগে রোববার স্থানীয় পুলিশের মুখপাত্র ১০ জন নিখোঁজের কথা জানিয়েছিলেন। পরে বিবিসি ও গার্ডিয়ান পুলিশের সংশোধিত তথ্য অনুযায়ী ২ জন পর্বতারোহী নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করেন। খবর বিবিসি, দ্য গার্ডিয়ান।

দেশটির কোল দ্য ফেনেস্ট্রাল এলাকায় ২ হাজার ৫০০ মিটার উঁচুতে এ তুষার ধসের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগে গত বছর ডিসেম্বরে সুইস আল্পস পর্বতে তুষার ধসে সুইজারল্যান্ড ও ফ্রান্সের তিন পর্বতারোহী মারা যান। হোফাথোর্ন পর্বতশৃঙ্গের কাছে ভালাইস অঞ্চলে সর্বশেষ এই ঘটনায় পাঁচ জনের একটি দল আক্রান্ত হয়েছিল। ২ হাজার ৮৪৪ মিটার উঁচুতে ওই দুর্ঘটনা ঘটেছিল। ৩৯ বছর বয়সী এ ব্যক্তিকে দ্রুত উদ্ধার করা হয়েছিল। কিন্তু পরে জরুরি সংস্থার লোকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
নৌকা থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ
নিখোঁজের ৮ দিন পর নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 
নদীতে গোসলে নেমে নিখোঁজ নৌ সৈনিক, মরদেহ উদ্ধার
X
Fresh