• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইরানে ৬০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৬

ইরানে পর্বতময় এলাকায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে, ওই বিমানটিতে প্রায় ৬০ জন আরোহী ছিলেন। খবর বিবিসির।

মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে, বিমানটি ইসফাহান প্রদেশের সেমিরম শহরের কাছে জাগরোস পর্বতে বিধ্বস্ত হয়। বিমানটি তেহরান থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়াসুজ শহরে যাচ্ছিল।

দেশটির জরুরি সেবার একজন মুখপাত্র বলেছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সব জরুরি বাহিনীকে সজাগ রাখা হয়েছে। ওই বিমানে ৫০ থেকে ৬০ জন আরোহী ছিলেন।

এদিকে খারাপ আবহাওয়ার কারণে জরুরি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছতে পারছে না।

তবে কর্তৃপক্ষ এখনও হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি।

এদিকে প্রায় এক সপ্তাহ আগে ৭১জন আরোহী নিয়ে একটি রুশ বিমান ওড়ার কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়।

আরও পড়ুন:

​​এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
ইসরায়েলের ড্রোনগুলো ‘বাচ্চাদের খেলনার মতো’: ইরান
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে যাত্রীবাহী ফেরিডুবি, নিহত অন্তত ৫৮
X
Fresh