আন্তর্জাতিক ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৪
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৯
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৯
জাতিসংঘের চাঁদা দিতে পারছে না উত্তর কোরিয়া

আরও পড়ুন: ধর্ম অবমাননায় সাজা কোরআন মুখস্থ
-------------------------------------------------------- উত্তর কোরিয়ার দূত শুক্রবার এক বিবৃতিতে বলেন, ওই অবরোধের কারণে জাতিসংঘের সাধারণ সদস্য হিসেবেও দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে পিয়ংইয়ং। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এটা পানির মতো পরিষ্কার’ যে ওই অবরোধের জন্য যুক্তরাষ্ট্রই দায়ী। জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে সংস্থাটির নিয়মিত বাজেট ও শান্তিরক্ষা মিশনসহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের জন্য চাঁদা দিতে হয়। ২০১৩ সালে উত্তর কোরিয়ার ফরেন ট্রেড ব্যাংকের ওপর অবরোধ আরোপ করে। আর গেলো বছরের আগস্টে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ব্যাংকটিকে কালো তালিকাভুক্ত করে। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির লাগাম টানতে ২০০৬ সাল থেকেই দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আরও পড়ুন: এ/পি