• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মালদ্বীপ ইস্যুতে ভারতকে চীনের হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৩৯

মালদ্বীপ ইস্যুতে হস্তক্ষেপের কারণে ভারতকে হুশিয়ার করল চীন। মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মুহাম্মদ নাশিদ ভারতের সাহায্যে চাওয়ার পরই এমন বার্তা দিল চীন। খবর আউটলুক ইন্ডিয়া।

চীনের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। এফটিএ চুক্তিও হয়েছে দুই দেশের মধ্যে। এ চুক্তির ফলে লাভবান হয়েছে দুই দেশই। তবে মালদ্বীপের সমস্যা নিয়ে মুখ খোলেনি চীনের মিডিয়া। চীন তাদের মেরিটাইম সিল্ক রোড প্রজেক্টের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে মালদ্বীপকে। তাই সে দেশে ভারতের আধিপত্য তৈরি হলে সেটা হবে চীনের জন্য উদ্বেগের।

--------------------------------------------------------
আরও পড়ুন: লিমেরিকে স্কুলবাস দুর্ঘটনায় ১৮ শিশু আহত
--------------------------------------------------------

এদিকে মালদ্বীপের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে চিন্তিত ভারত৷ সেখানে থাকা ভারতীয় নাগরিকদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রণালয় যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি রুখতে দ্রুত সেনাবাহিনী পাঠানো হতে পারে মালদ্বীপে৷ সেজন্য সামরিক বাহিনীকে প্রস্তুত রেখেছে ভারত।

মালদ্বীপ-সংলগ্ন ভারত মহাসাগরে অবস্থানকারী যুদ্ধজাহাজও প্রস্তুত করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন দেশটিতে জরুরি অবস্থা জারি করেন৷ এরপরেই সে দেশের প্রধান বিচারপতি আবদুল্লা সাইদ এবং প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল গাইয়ুমসহ শীর্ষস্থানীয় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়৷

আরও পড়ুন:

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ও চীনের উচিত অংশীদার হওয়া, শত্রু নয়: শি জিনপিং
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ফিলিস্তিন ইস্যুর স্থায়ী সমাধান চায় চীন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
X
Fresh