• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক ভালো মেক্সিকোর!

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪২

আগের যেকোনো সরকারের চেয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মেক্সিকোর সম্পর্ক অনেক জোরালো। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেগারাই। খবর রয়টার্সের।

মেক্সিকোর শীর্ষ এই কূটনীতিক বলেন, আমি মনে করি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক বেশ ভালো। আপনারা শুনে হয়তো অবাক হবেন, আগের প্রশাসনের চেয়ে এই সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক জোরালো। কিন্তু এটাই জীবনের বাস্তবতা।

রাজধানী মেক্সিকো সিটিতে ওই সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডও উপস্থিত ছিলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: নিষেধাজ্ঞার মধ্যেও উত্তর কোরিয়ার আয় ২০ কোটি ডলার
--------------------------------------------------------

ফ্রিল্যান্ড বলেন, উত্তর আমেরিকান মুক্ত বাণিজ্য চুক্তি বা নাফটা নিয়ে আলোচনায় অনিশ্চয়তা ব্যবসার জন্য ভালো না।

মেক্সিকোর সাবেক অর্থমন্ত্রী ও প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েটার দীর্ঘদিনের সহযোগী ভিদেগারাইও এটি মানছেন।

তিনি বলেন, আমাদের কিছু বিষয়ে মতপার্থক্য আছে। প্রত্যেক দেশেরই থাকে। কিন্তু আমরা ওই মতপার্থক্য দূর করতে কাজ করে যাচ্ছি। আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি।

উল্লেখ্য, ২০১৬ সালে মার্কিন নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে দেয়াল দেয়ার ঘোষণা দিয়েছিলেন। এরপর উভয় দেশের মধ্যে তিক্ততা দেখা দেয়।

আরও পড়ুন:

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র মন্ত্রণালয়
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
X
Fresh