• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্যারিসে হোটেলে ডাকাতি, ৫ মিলিয়ন ডলারের স্বর্ণালঙ্কার লুট

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ জানুয়ারি ২০১৮, ১৩:৪৫

ফ্রান্সের বিখ্যাত রিটজ হোটেলে ডাকাতির ঘটনা ঘটেছে। হোটলের ভেতরে একটি স্বর্ণালঙ্কারের দোকান থেকে পাঁচ দশমিক ৩৮ মিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্যসামগ্রী লুট করেছে সশস্ত্র ডাকাতদল। বুধবার প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর বিবিসি, রয়টার্স ।

কুড়াল হাতে পাঁচ ডাকাত দোকানের জানালা ভেঙে ভেতরে ঢুকে লুটতরাজ চালায়।

পুলিশ তিন ডাকাতকে আটক করতে পারলেও লুটের মাল উদ্ধার করতে পেরেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

একজন পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানান, আটকদের কাছ থেকে একটি ব্যাগ পাওয়া গেছে, যাতে লুট করা কিছু পণ্যসামগ্রী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি বলছে, পাঁচ তারকা বিশিষ্ট রিটজ হোটেলটি শিন নদীর ডান দিকের তীরে প্যারিসের ঐতিহাসিক ফার্স্ট ডিস্ট্রিক্টের প্লেস ভেন্দু এলাকায় অবস্থিত। হোটেলটির কাছেই ফ্রান্সের বিচার মন্ত্রণালয়।

হোটেলের সীমানার ভেতর পেছনের প্রবেশ মুখের কাছেই স্বর্ণালঙ্কার, ঘড়ি ও দামি পোশাক বিক্রি করে এমন পাঁচটি দোকান ও ৯৫টি ‘শোকেস’ আছে। ডাকাতরা সেখানেই হামলা করে।

পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় লো পারিসিয়ান জানায়, টহল পুলিশের এক কর্মকর্তার কারণে ডাকাতি বাধাগ্রস্ত হয়। পরে দুই ডাকাত মটর সাইকেলে করে পালিয়ে যায়।

শহরের পুলিশ কমিশনার টুইটারে দেওয়া এক বিবৃতিতে জানায়, ঘটনার পর তাড়াতাড়ি পদক্ষেপ নিয়ে তিনজনকে আটক করা হয়।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেহা কুলমও পুলিশ সদস্যদের প্রশংসা করেছেন।

এপি/এমকে

আরও পড়ুন

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসাভাড়া নিয়ে গরু ডাকাতির পরিকল্পনা করে ওরা! 
ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
ইউটিউব দেখে ব্যাংক ডাকাতি শেখেন আরিফুল
আবাসিক হোটেল থেকে জাল নোটসহ আটক ২ 
X
Fresh