হন্ডুরাসে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
| ১০ জানুয়ারি ২০১৮, ০৯:৫৬ | আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১১:১৮

আটলান্টিক স্ট্যান্ডার্ড সময় রাত ১০টা ৫৮ মিনিটে এই সতর্কতা জারি করা হয়। প্রাথমিকভাবে ভূমিকম্প ৭ দশমিক ৮ মাত্রার রেকর্ড করা হলেও পরে তা ৭ দশমিক ৬ মাত্রায় নামিয়ে আনা হয়। সাগর পারের মানুষজনদের দূরবর্তী স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে পুয়ের্তো রিকোর জাতীয় আবহাওয়া অফিস। এদিকে পিটিডব্লিউসি বলছে, কেন্দ্র থেকে ৬২০ মাইল (১ হাজার কিলোমিটার) পর্যন্ত এলাকায় সুনামির ঢেউ আঘাত হানতে পারে। ফলে কেম্যান আইল্যান্ডস, জামাইকা, মেক্সিকো, হন্ডুরাস, কিউবা, বেলিজ, সান আন্দ্রেস, কোস্টারিকা, পানামা, নিকারাগুয়া ও গুয়েতেমালার উপকূলবর্তী এলাকায় সতর্ক অবস্থায় থাকতে বলেছে পিটিডব্লিউসি। প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র তাদের সতর্ক বার্তায় বলেছে, ‘মানুষের জীবন, নিরাপত্তা ও সম্পদ রক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া উচিত’। তারা বলছে, সুনামির হুমকি মূল্যায়নে পরিস্থিতি আরো অধিকতর মনিটর করা হচ্ছে। ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ