• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে ইরানের কড়া নালিশ

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ জানুয়ারি ২০১৮, ১০:২৮

কোনো কিছুর তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র ইরানের চলমান বিক্ষোভে ইন্ধন যুগিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া ভাষায় এমন নালিশ জানিয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে ইরান।

খবর এবিসি নিউজ, ফক্স নিউজ।

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বেকারত্বের প্রতিবাদে গত বছরের ২৮ ডিসেম্বর ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ থেকে শুরু হয় সরকারবিরোধী বিক্ষোভ। জীবনযাত্রার উচ্চ ব্যয় আর দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভটি এরই মধ্যে সরকারবিরোধী রাজনৈতিক সমাবেশে রূপান্তরিত হয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। বিক্ষোভের ছয়দিনে প্রাণ হারিয়েছেন ২১ জন। এমন প্রেক্ষাপটে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলো তেহরান।

চিঠিতে ইরানি জাতিসংঘ-দূত গোলামআলী খসরু অভিযোগ করেন, ইরানের বিক্ষোভে ইন্ধন যোগানো যুক্তরাষ্ট্রের পুরনো স্বভাব। আর বর্তমান মার্কিন প্রশাসন অতীতের সব সীমা ছাড়িয়ে গেছে। তারা আন্তর্জাতিক আইন ও রীতিনীতিসহ কোনো কিছুরই তোয়াক্কা করছে না। হস্তক্ষেপের এই ঘটনাকে ধ্বংসাত্মক আখ্যা দিয়েছে তারা।

ডোনাল্ড ট্রাম্প ইরানি বিক্ষোভকে প্রকাশ্যে স্বাগত জানিয়েছেন।

উল্লেখ্য, মৌলিক খাদ্য দ্রব্যগুলোর দাম বৃদ্ধি এবং নতুন বছরের বাজেটে জ্বালানি মূল্য বৃদ্ধির সরকারি প্রস্তাবের বিরোধিতা করে ২৮ ডিসেম্বর ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে বিক্ষোভ শুরু হয়। পরে তা তেহরান ও অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
যুক্তরাষ্ট্র ও চীনের উচিত অংশীদার হওয়া, শত্রু নয়: শি জিনপিং
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
X
Fresh