• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

ভারতের মানচিত্র থেকে জম্মু-কাশ্মীর ও অরুণাচলকে মুছে দিল চীন!

আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ জানুয়ারি ২০১৮, ২৩:৫৪

ভারতের জম্মু-কাশ্মীর ও অরুণাচল প্রদেশকে বাদ দিয়ে বিশ্ব বাজারে নতুন গ্লোব বিক্রি করছে চীন।

কানাডার টর্নেটোর একটি শপিংমলে এমন চীনা গ্লোব পাওয়া গেছে বলে ভারতের গণমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।

কানাডা প্রবাসী ভারতীয় সন্দীপ দেসওয়াল জানান, ইংরেজি বর্ষবরণের রাতে ম্যালটনের এক শপিংমলে কিছু কেনাকাটা করতে যান তিনি। সেখান থেকে মেয়ের জন্য একটি গ্লোব কেনেন তিনি। বাড়িতে এসে তিনি দেখেন যে ভারতের মানচিত্র থেকে জম্মু-কাশ্মীরকে আলাদা করে দেখানো হয়েছে।

সন্দীপ বলেন, ভীষণ দুর্ভাগ্যজনক বিষয় এটি। মানচিত্রে এমন ভুল থাকলে পরবর্তী প্রজন্ম কী শিখবে?

জম্মু-কাশ্মীরকে বিতর্কিত জায়গা হিসেবে দেখানো হয়েছে এমন একটি বিকৃত গ্লোব কিনেছিলেন দাবি করে ইউনিভার্সিটি অব টর্নেটোর অধ্যাপক সাধনা জোশী বলেন, আমাদের দেশকে এভাবে দুইভাগ করে দেখানো কখনোই মেনে নেয়া যায় না।

জম্মু-কাশ্মীরের পাশাপাশি অরুণাচল প্রদেশকেও বাদ দেয়া হয়েছে এমন গ্লোব চীন থেকে রপ্তানি করা হয় বলে দাবি দোকানদারদের। গ্লোব বিতর্ক সামনে আসতেই বিক্রি বন্ধ করেছে বেশ কিছু দোকানদার। আবার অনেকে গ্লোবগুলোকে পরীক্ষা করতে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন বলেও জানা গেছে।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা চার হারে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে টাইগ্রেসরা
বৃষ্টিতে কাটা গেছে ৬ ওভার, পাহাড় সমান লক্ষ্য টাইগ্রেসদের সামনে
টাঙ্গাইলের শাড়ির জিআই স্বত্ব রাখতে ভারতে আইনজীবী নিয়োগ
সিজার ছাড়াই একসঙ্গে ৫ সন্তানের জন্ম
X
Fresh