• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইরানে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ ডিসেম্বর ২০১৭, ১০:০৩

ইরানে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ দেশটির আরো কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় রাশত ও পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ শহরে ব্যাপক বিক্ষোভের খবর পাওয়া গেছে। খবর বিবিসির।

এছাড়া ইসফাহান, হামাদান ও অন্যান্য শহরে ছোট আকারে বিক্ষোভ হচ্ছে।

মূলত দ্রব্যমূল্য বৃদ্ধির কারণেই আন্দোলন শুরু হয়েছে। তবে আন্দোলনকারীরা কঠোর ধর্মীয় অনুশাসন ও সরকারের নীতির বিরুদ্ধেও বিক্ষোভ করছে।

এসময় রাজধানী তেহরান থেকে কিছু সংখ্যক বিক্ষোভকারীকেও গ্রেপ্তার করা হয়।

শহরটির সিটি স্কয়ারে ৫০ জনের একটি গ্রুপ বিক্ষোভের জন্য জড়ো হয়। জানান তেহরানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর জেনারেল।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বিক্ষোভকারীদের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে। এসময় তারা বিশ্বকে ইরানি জনগণের প্রতি সমর্থনের আহ্বান জানায়।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার রাস্তায় নেমে আসে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাসহাদের বাসিন্দারা। তখন তারা প্রেসিডেন্ট হাসান রুহানি বিরোধী স্লোগানও দিতে থাকে। পরে নিরাপত্তা বাহিনী ৫২ জন বিক্ষোভকারীকে আটক করে।

পরে এই বিক্ষোভ ব্যাপক আকারে দেশটির অন্যান্য শহরেও ছড়িয়ে পড়তে থাকে। এমনকি শুক্রবার সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারো রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা।

২০০৯ সালে বিতর্কিত নির্বাচনের পর দেশটিতে সর্বশেষ বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল।

এ/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হল না ছাড়ার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের, অবরুদ্ধ উপাচার্য
আন্দোলনের জেরে চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
X
Fresh