• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইরানে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ ডিসেম্বর ২০১৭, ১৭:০৭

ইরানে ভূমিকম্প আতঙ্কে হৃদস্পন্দন বন্ধ হয়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার মধ্যরাতে ৪ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পে আরো অন্তত ৫৬ আহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, তেহরানের ৫০ কিলোমিটার পশ্চিমে ওই ভূমিকম্প অনুভূত হয়। খবর দ্য নিউ আরবের।

ইরানের জরুরী চিকিৎসা সেবা দপ্তর জানিয়েছে, ভূমিকম্পের সময় ঘরবাড়ি থেকে হুড়োহুড়ি করে বের হওয়ার সময় বেশিরভাগ লোকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাত ১২টা ৫৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে বুধবার সকালেও তেহরানে মৃদু কম্পন অনুভূত হয়েছে। বেশির ভাগ লোকজনই ভূমিকম্প আতঙ্কে সারারাত বাড়ির বাইরে থেকেছেন।

তেহরান ও কারাজ শহরের বেশ কিছু স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সব ধরনের পরীক্ষাও বাতিল করা হয়েছে।

গেলো দুই মাস ধরে ইরানে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় গেলো ‍দুই সপ্তাহে কমপক্ষে দুটি ভূমিকম্পের ঘটনায় এক গর্ভবতী নারী নিহত ও প্রায় একশ ১৮ জন আহত হয়েছেন।

এর আগে ১২ নভেম্বর পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ছয়শ ২০ জন নিহত হয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
X
Fresh